অবশেষে মুক্তি পেতে যাচ্ছে চঞ্চল চৌধুরী অভিনীত জনপ্রিয় ওয়েব সিরিজ ‘কারাগার পার্ট টু’। সিরিজটির পার্ট ওয়ান অনেক রহস্য রেখেই শেষ হয়েছিলো। অনেকেই ভেবেছিলো দ্বিতীয় কিস্তিতে হয়ত উদঘাটন হবে অসমাপ্ত সেই রহস্য। তবে ট্রেলারে দেখা যায় অন্য রহস্য।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই ওয়েব সিরিজ। ‘কারাগার পার্ট-টু’ মহান মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে করা হয়েছে। এমন ধারণাই পাওয়া যায় সিরিজটির ট্রেলার দেখে। সিরিজটিতে প্রধান এবং গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এতে দুটি চরিত্রে দেখা যাবে তাকে।
উল্লেখ্য, নির্মাতা সৈয়দ আহমেদ শাওকীর এ ওয়েব সিরিজটির পার্ট-১ মুক্তি পেয়েছিল চলতি বছরের আগস্ট মাসে।
কারাগার ওয়েব সিরিজটির প্রথমপার্টে দেখা গিয়েছিল, আকাশনগর সেন্ট্রাল জেলের গল্প। যেখানে দেখানো হয়েছিল- হঠাৎ কারাগারের ১৪৫ নম্বর কক্ষে আবির্ভূত হন এক ব্যক্তি। যিনি কিনা বোবা এবং বধির।ইশারা ভাষার মাধ্যমে জানান, নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মীর জাফর আলী খানের হত্যার অপরাধে প্রায় ২৫০ বছর ধরে কারাগারে আছেন তিনি।
‘কারাগার’র দ্বিতীয় পর্বেও আছেন চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, তাসনিয়া ফারিণ, এফএস নাঈম, বিজরী বরকতউল্লাহ, আফজাল হোসেন প্রমুখ।