২০২৩ সালে রাজধানী ঢাকায় দূতাবাস খোলার আগ্রহ প্রকাশ করেছেন আর্জেন্টিনার রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্দেজ।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ব্রাজিলের ব্রাসিলিয়ায় অবস্থিত বাংলাদেশের দূতাবাস থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক চিঠিতে এমনটিই জানিয়েছেন আর্জেন্টিনার রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্দেজ। আর্জেন্টিনার প্রতিবেশি ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় অবস্থিত বাংলাদেশের দূতাবাস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিফা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর আর্জেন্টিনার প্রেসিডেন্ট ও জনগণকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন। এর প্রত্যুত্তরে আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন। ওই চিঠিতে তিনি ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস স্থাপনের ঘোষণা দেন। দূতাবাস স্থাপনের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনে আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট।
ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস স্থাপনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ব্রাসিলিয়ার বাংলাদেশ দূতাবাস। আর্জেন্টিনা ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির প্রয়াস অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে দূতাবাস।