এবারও পাঠ্যপুস্তক উৎসব দিবস করে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যবই তুলে দেওয়া হবে। আগামী ১ জানুয়ারি সারাদেশের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হবে।
এদিন সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্যপুস্তক উৎসব আয়োজনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। পাঠ্যপুস্তক উৎসব দিবসের অনুষ্ঠান সুষ্ঠু ও সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করতে প্রতিষ্ঠান প্রধান ও মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের বলা হয়েছে।
আজ মাউশি অধিদপ্তর থেকে এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে। আদেশটি সব সরকারি-বেসরকারি স্কুলের প্রধন শিক্ষক ও মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
মাউশির মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসাইন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ২০২৩ শিক্ষাবর্ষে সারাদেশের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক বিতরণে ১ জানুয়ারি পাঠ্যপুস্তব উৎসব দিবস উদযাপন করা হবে। মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যপুস্তক উৎসব দিবস অনুষ্ঠান সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইবে নির্দেশ দেয়া হলো।
আগামী ৩১ ডিসেম্বর পাঠ্যপুস্তক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন তিনি কয়েকজন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেবেন। পরদিন ১ জানুয়ারি কেন্দ্রীয়ভাবে ও সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যপুস্তক উৎসব উদযাপন করা হবে। মাঠ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন পাঠ্যবই যাচ্ছে।