খেলাধুলা

১৭ বছর পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতলো অস্ট্রেলিয়া

ঘরের মাটিতে সফরকারী দক্ষিণ আফ্রিকাকে নিয়ে রীতিমত ছেলেখেলা করছে স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে ৬ উইকেটের জয়ের পর মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্টেও জিতে নিয়েছে প্যাট কামিন্সের দল। বক্সিং ডে টেস্টে এবার তারা প্রোটিয়াদের হারিয়েছে ইনিংস ও ১৮২ রানের বিশাল ব্যবধানে। ফলে তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল অস্ট্রেলিয়া।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) নিজের ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচ খেলতে নেমেছিলেন ডেভিড ওয়ার্নার। এমন কৃতিত্বের ম্যাচে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে অজি পেসারদের তোপের মুখে ব্যাটিং বিপর্যয়ে পড়ে অল্পতেই গুঁটিয়ে যায় প্রোটিয়ারা

৩৮৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দিন তারা শুরু করে ৭ ওভারে ১ উইকেটে ১৫ রান নিয়ে। আজ খেলতে পেরেছে কেবল ৬১. ৫ ওভার। যোগ করতে পেরেছে ১৯৯ রান

টেম্বা বাভুমা সর্বোচ্চ ৬৫ রান করেন। ৩৩ রান করেন কাইল ভেরাইনি। ২৮ রান করেন থিউনিস ডি ব্রুইন। ২১ রান করেন সারেল এর‌উই। ১৯ রান করেন লুঙ্গি এনগিদি। নাথান লায়ন নেন ৩ উইকেট। ২ উইকেট নেন স্কট বোল্যান্ড।

এই জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান সুসংহত করলো অস্ট্রেলিয়া। ৭৮.৫৭ পয়েন্ট তাদের। গতবারের রানার্সআপ ভারত ৫৮.৯৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয়। টানা চার হারে একসময় শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকা ৫০ পয়েন্ট নিয়ে নেমে গেছে চারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *