ঢালিউডের বর্তমান সময়ের নায়িকা শবনম বুবলী। সম্প্রতি একটি ফেসবুক পোস্টে জানিয়েছেন জন্মদিনে শাকিব খান ডায়মন্ডের নাকফুল উপহার দিয়েছেন। অন্যদিকে বুবলীর এমন কথার বিপরীতে তাচ্ছিল্যের হাসি অপুর মুখে।কিন্তু পরে শাকিব খান জানান- তিনি বুবলীকে নাকফুল দেননি। এমনকি তার সঙ্গে যোগাযোগও নেই।
জন্মদিনে নাকফুল উপহার দেওয়ার প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘ডায়মন্ডের নাকফুল তিনি (বুবলী) উপহার পেতেই পারেন। ১টা কেন, ১০টাও পেতে পারেন। তার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবেরা আছেন। তবে সবাইকে আশ্বস্ত করে একটা কথা বলতে চাই, কোনও ধরনের ডায়মন্ড নাকফুল আমি তাকে উপহার দিইনি।’