সারাক্ষণ সোশ্যাল মিডিয়া কিংবা গেম খেলার কারণে স্মার্টফোনের ব্যাটারীর উপর চাপ পড়ে বেশী। এতে ব্যাটারীর আয়ু দ্রুত কমে যায়।কিভাবে ব্যাটারীর আয়ু বাড়াবেন চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক ৫ টি পদ্ধতি
১. সারা রাত চার্জ নয়।অনেকেই রাতের বেলা ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন। এতে ফোনটি সারা রাত ধরে চার্জ হয়। এর ফলে ওভার চার্জিং হয়ে থাকে। অনেক সময় বিস্ফোরনের সম্ভাবনা থাকে।
২. অনেকে ফোন চার্জে রেখে গেম খেলে বা মাল্টিটাস্কিং করে, তা করা যাবে না, ফোন চার্জে রাখা অবস্থায় গেম খেললে বা অন্য কোনো কাজ করলে ফোনের ব্যাটারি গরম হয়ে যায়। এতে তাড়াতাড়ি নষ্ট হওয়ার শংকা থাকে।
৩.বেশি এ্যাপ থাকলে তা ব্যাটারীর উপর চাপ বাড়ায়। তাই অপ্রোয়জনীয় এ্যাপ মোবাইল থেকে সরিয়ে ফেলতে হবে।
৪.ফোনে ২০ শতাংশের উপরে চার্জ থাকলে চার্জ দেওয়া উচিত নয়। আবার ব্যাটারি চার্জ শূন্য করেও চার্জে দেওয়া ঠিক নয়। কেননা অপ্রয়োজনীয় রিচার্জে ব্যাটারির আয়ু কমে যায়।
৫. সবসময় চার্জ দেওয়ার জন্য মোবাইলের সাথে দেওয়া আসল চার্জার ব্যবহার করতে হবে।নকল বা লোকাল বা ভিন্ন ব্র্যান্ডের চার্জার দিয়ে চার্জ করা উচিত নয়।