বিশ্ব বিদ্যালয় স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয়

স্বাধীনতা দিবস উপলক্ষে রাবি শিক্ষার্থীদের দেওয়া হবে বিশেষ খাবার

স্বাধীনতা দিবস উপলক্ষে স্বল্পমূল্যে উন্নতমানের খাবার পাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। সোমবার (৩ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ১৭ আবাসিক হলের শিক্ষার্থীদের মাঝে এ খাবার বিতরণ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ড. সায়েদা নুসরাত জাহান জানান, শিক্ষার্থীরা হল থেকে আইডি কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে টোকেন সংগ্রহ করে খাবার নিতে পারবেন। খাবার হিসেবে দেওয়া হবে রোস্ট, পোলাও, ডিম, মুগের ডাল, দুটো খেজুর ও ড্রিংকস। শিক্ষার্থীদের খাবারের বাজেট প্রতি ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিশেষ এ খাবারের টোকেন ফি নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।

তিনি বলেন, সাধারণত দুপুরের খাবার দেওয়া হয়। এবার রমজানের কারণে সন্ধ্যায় খাবার দেওয়া হবে।

এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী মামুন বলেন, স্বাধীনতা দিবসকে স্মরণ করে রাখতে হলগুলোতে বিশেষ খাবার দিচ্ছে। এ উদ্যোগ আসলেই প্রশংসার দাবিদার। এসময় হল প্রশাসনকে ধন্যবাদ জানান এ শিক্ষার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *