বিনামূল্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তরে পড়ার সুযোগ দিচ্ছে নিশীথ সূর্যের দেশ নরওয়েজিয়ান সরকার। “নরওয়েজিয়ান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (NTNU) স্কলারশিপ-২০২৩” এর আওতায় এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ ডিসেম্বর, ২০২২।
যোগ্যতাসমূহঃ
• আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
• স্নাতক ডিগ্রীধারী হতে হবে।
• ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। আইএলটিএস একাডেমিক ওভারঅল ব্যান্ডস্কোর ৬.৫ থাকতে হবে।
• একাডেমিক ফলাফল ভালো থাকতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র
• আবেদনকারীর পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের কপি ।
• একাডেমিক সার্টিফিকেট বা ডিগ্রি।
• দুইটি রেফারেন্স লেটার (রেফারেন্স লেটারের নমুনা/প্রয়োজনীয়তার জন্য পিডিএফ)।
• রিসার্চ প্রপোজাল।
• আবেদনকারীর সিভি।
• ইংরেজী ভাষা দক্ষতার সনদ।
• পার্সোনাল স্টেটমেন্ট।
• স্টেটমেন্ট অব পারপাস।
আবেদন প্রক্রিয়া:
আবেদনকারীদের শুধুমাত্র নরওয়েজিয়ান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (NTNU) মাস্টার্স প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে। একবার আপনার আবেদন একটি প্রযোজ্য কোর্সের জন্য গৃহীত হলে, আপনাকে স্বয়ংক্রিয়ভাবে এই স্কলারশিপের জন্য বিবেচনা করা হবে।
আবেদন করতে এবং স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে করুন। https://www.ntnu.edu/studies/application
সুযোগ-সুবিধাঃ
স্কলারশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে দুই বছর মেয়াদী স্নাতকোত্তরে অধ্যায়নের সুযোগ পাবে এবং প্রোগ্রাম চলাকালীন মাসিক ভাতা পাবে।