বিদেশ শিক্ষা স্কলারশিপ

সৌদি আরবের কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়ে সম্পুর্ণ বিনামূল্যে পড়ার সুযোগ

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর এবং পিএইচডি করার সুযোগ দিচ্ছে সৌদি আরবের কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। আবেদনের শেষ সময় ১৭ ডিসেম্বর ২০২২।
কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়ের নামকরন করা হয়েছে বাদশাহ ফাহাদের নামানুসারে। বাদশাহ ফাহাদ সৌদি আরবের একজন বাদশা ছিলেন এবং তাকে সৌদি আরবের অন্যতম বিখ্যাত এবং বিশিষ্ট বাদশা হিসেবে গণ্য করা হয়। তার নামে, মক্কায় একটি গেট রয়েছে যাকে বলা হয় কিং ফাহাদ গেট, আল-হারামের পূর্ব প্রান্তে অবস্থিত যাকে পবিত্র মসজিদও বলা হয় এবং মক্কার গ্র্যান্ড মসজিদ বা গ্রেট মসজিদ।

আবেদন করার যোগ্যতাসমূহঃ
• আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
• ইংরেজী ভাষায় দক্ষ হতে হবে ।
• পিএইচডির জন্য ২ বছরের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
• মাস্টার্সের জন্য ৪  বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে।
• ভর্তির জন্য একাডেমিক ফলাফল ( সিজিপিএ) সর্বনিম্ন ৩.০০ থাকতে হবে ৪.০০ এর মধ্যে।
• একাডেমিক ফলাফল ভালো হতে হবে।

প্রয়োজনীয় নথি:
• জাতীয় পরিচয়পত্র ।
• একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
• তিনটি রেফারেন্স লেটার।
• পাসপোর্ট সাইজের ছবি।
• জীবনবৃত্তান্ত।
• ইংরেজী ভাষা দক্ষতার সনদ।( আইএলটিএস/টোফেল ) ।

সুযোগ-সুবিধাঃ  
• শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনাবেতনে পড়াশুনার সুযোগ।
• শিক্ষার্থীদের মাসিক ভাতা হিসেবে ৪০০০ সৌদি রিয়াল প্রদান করা হবে। (বাংলাদেশী টাকায় প্রায় ৯০ হাজার
টাকা)।
• আবাসন সুবিধা।
• স্বাস্থ্য বীমা এবং বিনামূল্যে শিক্ষাসামগ্রী প্রদান করা হবে।
• বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় বিনামূল্যে খাবার।
• গবেষণা ও বই প্রকাশের সুযোগ।
• বিমানে আসা-যাওয়ার খরচ ।

আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন
https://emea.radiusbycampusmgmt.com/ssc/aform/C7880tM0lk0kx6700pI675.ssc 

বিস্তারিত জানতে ক্লিক করুন
http://www.kfupm.edu.sa/deanships/dgs/Pages/en/Application-Deadlines.aspx

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *