সন্তান ২০ দিন স্কুলে অনুপস্থিত থাকলেই জেল হতে পারে বাবা-মায়ের। সম্প্রতি এমন নিয়ম চালু করেছে সৌদি আরব। স্থানীয় মক্কা সংবাদপত্রের প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের শিশু সুরক্ষা আইন অনুসারে, উপযুক্ত কারণ ছাড়া ছেলেমেয়ে স্কুল কামাই করলে তার জন্য তদন্তের মুখোমুখি হবেন বাবা-মা।
তদন্তের পর প্রসিকিউটররা মামলাটি স্থানীয় আইন আদালতে পাঠাবেন। সেখানে যদি শিক্ষার্থীর অনুপস্থিতির বিষয়ে অভিভাবকের অবহেলা প্রমাণিত হয়, তাহলে তাদের উপযুক্ত মেয়াদে কারাদণ্ড দেওয়ার এখতিয়ার রয়েছে বিচারকের।
প্রতিবেদন অনুসারে, যদি এমন পরিস্থিতি দেখা দেয় তবে স্কুলের অধ্যক্ষ শিক্ষা মন্ত্রণালয়কে বিষয়টি জানাবেন। এরপর মন্ত্রণালয় তদন্ত শুরু করবে এবং শিক্ষার্থীকে একটি হোমে স্থানান্তরের আদেশ দেবে। শিক্ষার্থী হোমে স্থানান্তরিত হওয়ার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু হবে।