বিনোদন

সেপ্টেম্বরে ঢাকায় আসছেন অঞ্জন দত্ত

ঢাকা মাতাতে আসছেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অঞ্জন দত্ত। গত বছরের অক্টোবরে ঢাকায় এসে গান শুনিয়ে মুগ্ধ করেছিলেন শ্রোতা-দর্শকদের। আবারও অঞ্জন ভক্তদের জন্য সুখবর দিলেন এই গায়ক। ফের ঢাকায় আসছেন তিনি।

আগামী সেপ্টেম্বরে অঞ্জন দত্ত ঢাকায় আসবেন বলে জানা গেছে। ‘অঞ্জন ইন ঢাকা মেট্রোপলিস উইথ আহমেদ হাসান সানি’ শিরোনামের একটি কনসার্টে অংশ নেবেন এই গায়ক।

 

কনসার্টটির আয়োজন করছেন কারখানা ও আর্কলাইট ইভেন্টস। তবে অঞ্জন দত্তের আসার তারিখ এখনও জানায়নি আয়োজক প্রতিষ্ঠান। শুধু জানিয়েছে, সেপ্টেম্বরের শেষের দিকে ঢাকায় আসবেন এই গায়ক।

 

এ প্রসঙ্গে আয়োজকরা বলেন, ইতোমধ্যে অঞ্জন দত্তের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে। তিনি কবে, কখন ফ্লাইটে উঠবেন, ঢাকায় এসে কোথায় উঠবেন, সবই চূড়ান্ত। এখন শুধু সময়ের অপেক্ষা। আশা করছি চমৎকার একটি অনুষ্ঠান উপভোগ করবে ঢাকার শ্রোতা-দর্শকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *