খেলাধুলা

সেনেগালকে ৩-০ গোলে হারিয়ে শেষ আটে উঠলো ইংলিশরা

বিশ্বকাপ আবার নিজেদের ঘরে নিতে ২০১৮ সালে ‘ইটস কামিং হোম’ স্লোগান বানিয়েছিল ইংলিশরা। তবে সেইবার সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল তাদের। এবারও দাপট দেখিয়ে চলছে ইংলিশরা।

সেনেগালের বিপক্ষে ম্যাচের শুরুতেই দারুণ চাপ সৃষ্টি করে ইংল্যান্ড। তবে ম্যাচের প্রথম সুযোগটা পেয়েছিল সেনেগালই। ২৩ মিনিটে ইংলিশ ডি-বক্সের ভেতর থেকে ইসমাইল সারের শট গোলবারের ওপর দিয়ে চলে যায়।

সেনেগালের বিপক্ষে চাপ সৃষ্টি করতে থাকে সাউথগেটের দল। ফলও মেলে হাতেনাতে । দারুণ এক কাউন্টার অ্যাটাক থেকে বেলিংহ্যামের বাড়ানো বল থেকে গোল করে দলকে ১-০ ব্যবধানের লিড এনে দেন লিভারপুলের অধিনায়ক হেন্ডারসন।

দ্বিতীয় গোলটি আসে ইংল্যান্ডের চমৎকার এক প্রতি আক্রমণ থেকে—হ্যারি কেইনের পা থেকে। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যাওয়া ইংলিশরা ম্যাচের ৫৭ মিনিটে জয় নিশ্চিত করে বুকোয়ো সাকার গোলে।

প্রি কোয়ার্টারে জয় পেতে কোনো কষ্ট না হলেও ইংল‌্যান্ডের জন‌্য সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ফ্রান্স। যারা পোল্যান্ডকে হারিয়েছে ৩-১ গোলে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *