বিশ্ববিখ্যাত অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। তার কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা গেছে, বাড়ির আঙিনায় তৈরি অস্থায়ী চুলায় হাঁড়িতে রান্না করছেন তিনি। তাতে লাকড়ি দিয়ে আগুন ধরানোর চেষ্টা করছেন সাকিব। আরেকটি ছবিতে দেখা যায়, গরুর মাংস রান্না করছেন সাকিব আল হাসানের স্ত্রী শিশির। তার পাশে দাঁড়িয়ে আছেন সাকিব। এমন বেশ কিছু ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘শ্বশুরবাড়িতে পিকনিক, আমার প্রিয় গরুর মাংসের তরকারি।’
সোমবার (২৬ ডিসেম্বর) বেলা ৩টার দিকে ফেসবুকে ছবিগুলো পোস্ট করেন সাকিব-পত্নী শিশির। যা মুহূর্তের মধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। পারিবারিক আবহের মধুর মুহূর্তটি দেখে মুগ্ধতা প্রকাশ করছেন ভক্তরা। এ ছবি দৃষ্টি এড়ায়নি পশ্চিমবঙ্গের সঞ্চালক-কমেডিয়ান মীর আফসার আলীর। এ দৃশ্য দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন জি-বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘মীরাক্কেল’-এর এই উপস্থাপক।
ছবিগুলো নিজের ফেসবুকে শেয়ার করে মীর আফসার আলী লেখেন, ‘আমার সাকিব ভাইয়ের সঙ্গে আলাপ করার খুব ইচ্ছা। বড্ড ভালো লাগে মানুষটাকে। এক-আধবার সুযোগ যে পাইনি, তা নয়। কিন্তু বিরক্ত করতে ভালো লাগেনি। ওনার মতো মানুষ সারাক্ষণই ভক্ত দ্বারা ঘেরা। তার মধ্যে ওনাকে বিব্রত করতে ইচ্ছা হয়নি কোনোদিন। কিন্তু আজ এই ছবিগুলো দেখে এতই ভালো লাগলো যে, শেয়ার করলাম।’
সাকিব আল হাসানের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করে মীর আফসার আলী লিখেন, ‘ইনশা আল্লাহ, কোনো না কোনো সময় হবে নিশ্চয়। যেমন এ বছর চঞ্চল চৌধুরী দাদার সঙ্গে মুখোমুখি সাক্ষাতের সৌভাগ্য হয়েছে কলকাতায়। ওটা আমার জন্য স্বপ্নপূরণ ছিল।’