বিদ্যালয় বার্তা সর্বশেষ

সরকার প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সরকার প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেছেন, সরকার সাড়ে ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছে। দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু যুদ্ধবিদ্ধস্ত দেশে ৩৬ হাজার স্কুলকে জাতীয়করণ করেছেন। এর মাঝে আর কেউ কিছু করেনি।

শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় মেহেরপুর মুজিবনগর উপজেলার অডিটোরিয়ামে প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও প্রাথমিক বিদ্যালয়গুলোতে ল্যাপটপ প্রদানের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, এখন প্রধানমন্ত্রী সব বিদ্যালয়গুলোকে চমৎকার চমৎকার অবকাঠামো করে দিচ্ছেন। প্রতিটি অবকাঠামোই দৃষ্টিনন্দন। এতে কোমলমতি শিশুরা স্কুলে আসতে স্বাচ্ছন্দ্যবোধ করছে।

সূত্র : টিডিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *