বিদেশ শিক্ষা স্কলারশিপ

সম্পূর্ণ বিনামূল্যে পড়াশুনার সুযোগ দিচ্ছে দক্ষিণ কোরিয়া সরকার

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর এবং পিএইচডি করার সুযোগ দিচ্ছে দক্ষিণ কোরিয়া সরকার। গোয়াংজু ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (GIST) স্কলারশিপের আওতায়  দুই থেকে চার বছর মেয়াদী প্রোগ্রামে নির্বাচিত শিক্ষার্থীদের এ স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। আবেদনের শেষ সময় ১৪ ই এপ্রিল ২০২৩।

গোয়াংজু ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (GIST) হল দক্ষিণ কোরিয়ার সেরা গবেষণা এবং প্রযুক্তি কেন্দ্রগুলির মধ্যে একটি। এই প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের গবেষণা দক্ষতার পাশাপাশি তাদের নেতৃত্বের বিকাশ সাধনে এগিয়ে নিতে সাহায্য করে এবং বিশ্ব-মানের শিক্ষা এবং গবেষণা প্রদান করে থাকে।

যোগ্যতাসমূহ: 
• স্নাতকোত্তরে আবেদনের জন্য স্নাতক এবং পিএইচডিতে আবেদনের জন্য স্নাতকোত্তর পাশ হতে হবে।
• আবেদনকারীর স্নাতক ডিগ্রি অবশ্যই কোরিয়ান স্নাতক ডিগ্রির সমতুল্য হতে হবে।
• আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
• ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
• চূড়ান্ত ডিগ্রি ধারণ করতে হবে বা আশা করতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র
• আবেদনের নথি জমা দেওয়ার বিবৃতি।
• স্নাতকের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট।
• স্নাতকোত্তরের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট।
• দুইটি রেফারেন্স লেটার ।
• ইংরেজি দক্ষতা পরীক্ষার সনদ। TOEFL (iBT) 80, TOEFL(PBT) 550 , IELTS 6.5, TOEIC 750, New TEPS 285
• পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের কপি।
• ম্যাট্রিকুলেশন ফি মওকুফের জন্য সুপারিশের চিঠি। (ঐচ্ছিক)
• আপনার অধ্যায়নকৃত বিশ্ববিদ্যালয় দ্বারা জারি করা ইংরেজি দক্ষতার সনদ। (ঐচ্ছিক)

আবেদন প্রক্রিয়া:
জি.আই.এস.টি (GIST) স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন https://service.gist.ac.kr/admission/graduate/foreigner 

সুযোগ-সুবিধাসমূহ: 
• সম্পূর্ণ টিউশন ফি।
• খাবার ভাতার পাশাপাশি শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান।
• পূর্ববর্তী সেমিস্টারে ৪.৫ এর মধ্যে কমপক্ষে ৩.০ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের জন্য W 140,000 থেকে 295,000 পর্যন্ত একটি উপবৃত্তি প্রদান করা হবে।
• ওয়ান ওয়ে বিমানের টিকেট।
• বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিনামূল্যে।
• ৬০% স্বাস্থ্য বীমা প্রদান।

স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

https://www.gist.ac.kr/iadm/html/sub05/0502.html?mode=V&no=205383&GotoPage=1&fbclid=IwAR3QoVG7F-Q-YCUXz91u39YvtLf3rpUiqz_6Ex2pfKM64USabzl9pt0MmvQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *