আন্তর্জাতিক

সবকিছু ভুলে আর্জেন্টাইনরা মেতেছে বিজয়ের উৎসবে

১৯৮৬ সালের পর দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে জয়ের মাধ্যমে বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব পায় মেসির দেশ আর্জেন্টিনা। এরপরই মহোৎসবে মেতে ওঠে পুরো আর্জেন্টিনা। এমনকি, বিশ্বকাপ জয়ের আনন্দ উদযাপনে মঙ্গলবার (২০ ডিসেম্বর) জাতীয় ছুটি ঘোষণা করেছে আর্জেন্টিনা সরকার।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রায় ৮৮ হাজার দর্শক-ভক্তদের সামনে কাতারে খেলা উত্তেজনাপূর্ণ ম্যাচে তারকা খেলোয়াড় লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে পরাজিত করে তৃতীয় বিশ্বকাপ ঘরে তোলার পর রাজধানী বুয়েনস আইরেসের রাস্তায় নেমে আসেন হাজার হাজার আর্জেন্টাইন নাগরিক। এ সময় তারা উল্লাসে মেতে ওঠেন।

কয়েকবছর ধরে নজিরবিহীন মূল্যস্ফীতি, জীবন মানের নিম্নগতি আর অভ্যন্তরীন রাজনৈতিক সংকট—এই ছিল আর্জেন্টিনার বাস্তবিক চিত্র। এক শতাব্দী পূর্বেও বিশ্বের অন্যতম ধনী দেশের কাতারে যার নাম ছিল সেই আর্জেন্টিনার এমন শোচনীয় অবস্থা আর রাজনৈতিক সংকটের মুখে দানা বাঁধতে যাওয়া জনবিক্ষোভ এক নিমিষেই ম্লান হয়ে গেছে মেসিদের বিশ্বকাপ জয়ের আনন্দে। জনবিক্ষোভ রুপ নিয়েছে উৎসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *