মিরপুর টেস্টে প্রথম ইনিংসেই ৮৭ রানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের শেষ বিকেলে কোনো বিপদ হলে আরও চাপে পড়তো টাইগাররা। সেটি হতে দেননি দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত আর জাকির হাসান।
দ্বিতীয় ইনিংসে সকালে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই তারা উইকেট হারিয়েছে। নাজমুল হোসেন শান্ত সাজঘরে ফেরার পর প্রথম ইনিংসের হাফসেঞ্চুরিয়ান মুমিনুল হকও আউট হলে চাপে পড়েছে স্বাগতিক দল। ১৯ ওভারে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৪০ রান। ক্রিজে আছেন সাকিব আল হাসান (১১) ও জাকির হাসান (১৮)। স্বাগতিকরা এখনও পিছিয়ে ৪৭ রানে।
তৃতীয় দিনের শুরুতে ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। রবিচন্দ্রন অশ্বিনের করা দিনের দ্বিতীয় ওভারে ব্যক্তিগত ৫ রানে এলবিডব্লিউর ফাঁদে পড়েন শান্ত। আর ৫ রানে সিরাজের বরে কটবিহাইন্ড হন মুমিনুল হক। এখন ব্যাট হাতে খেলে যাচ্ছেন জাকির হাসান ও সাকিব আল হাসান।