’ডানকি’ সিনেমার কাজে সৌদি আরবে গিয়ে মক্কায় ওমরাহ পালন করেছেন বলিউড তারকা শাহরুখ খান।
ওমরাহ পালনের সময় গায়ে সাদা ইহরাম জড়নো ও মুখে মাস্ক পরা শাহরুখের সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এনডিটিভি জানিয়েছে, শাহরুখের অফিসিয়াল ফ্যান ক্লাবের টুইটার অ্যাকাউন্ট থেকে তার ওমরাহ পালনের ছবি ও ভিডিও শেয়ার করা হলে তাতে হুমড়ি খেয়ে পড়েন ভক্তরা। টুইটের ক্যাপশনে লেখা হয়- ‘মক্কা শরীফে ওমরাহ পালন করছেন শাহরুখ খান’।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া শাহরুখের ওমরাহ করা ভিডিও দেখে আবেগতাড়িত হয়ে পড়েছেন তার ভক্তরা। পোস্টের মন্তব্যে শাহরুখ ভক্তদের মধ্যে কেউ লিখেছেন, আল্লাহ যেন তার পরিবারকে রক্ষা করেন। কেউ আবার লিখেছেন মক্কায় শাহরুখের ওমরাহ করার ইচ্ছেপূরণ হয়েছে দেখে খুশি হয়েছেন। কিং খানের এক অনুরাগী আবার প্রার্থনা করেছেন যাতে আল্লাহর রহমত শাহরুখ খানের উপর শেষদিন পর্যন্ত থাকে।
উল্লেখ্য, বেশ কয়েক বছর আগে শাহরুখ খান এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি হজে যেতে চান। সঙ্গে আরিয়ান আর সুহানাকেও সেখানে নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।