আগামী মাসে আসবে আইওএসের নতুন আপডেট আইওএস-১৭। নতুন এই আপডেটে এন্ড কল বাটনটি হয়তো আর আগের মতো মাঝখানে থাকবে না। বেটা টেস্টাররা জানিয়েছে, এটি মাঝে না থেকে কোনও এক দিকে সরে যেতে পারে। নতুন আপডেট অনুযায়ী এটি ডান পাশে সরে যেতে পারে বলে মন্তব্য করেছে সংবাদ মাধ্যম ডেইলি মেইল।
সংবাদ মাধ্যমটি জানায়, বর্তমানের আইওএস-১৬ অনুযায়ী লাল রংয়ের এন্ড বাটনটি স্ক্রিনে সবার নিচে অবস্থিত। আর বাকি ছয়টা অপশন যেমন মিউট, কি-প্যাড, অডিও, অ্যাড কল, ফেস টাইম এবং কন্ট্যাক্টস এগুলো রয়েছে ঠিক এর ওপরে।
এদিকে টমস গাইড যার আইওএস-১৭ বেটাতে একসেস আছে সেটাও জানায় এর লে-আউটটি পরিবর্তিত হচ্ছে। এছাড়া ছয়টি বাটনের তালিকা থেকে কন্টাক্টস বাটনটি সরে যাচ্ছে। এটি সরে সবার নিচে চলে আসছে। বাকি পাঁচটি বাটনকেও তাদের অবস্থানে পরিবর্তন আনা হচ্ছে। আর এন্ড বাটনটি সেই ছয় বাটনের গ্রিডে স্থান পাচ্ছে। তবে এতে করে ব্যবহারকারীরা বিড়ম্বনায় পড়বে বলে মন্তব্য করেছে সংবাদ মাধ্যমটি।