বর্তমানে ভারতের টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে শাহরুখ-দীপিকা অভিনীত সিনেমা ‘পাঠান’। ছবির ‘বেশরম রং’ গানটি মুক্তির পর থেকেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। গানটির দৃশ্যে গেরুয়া বা কমলা রঙের মনোকিনিতে নিজেকে মেলে ধরেছেন দীপিকা। আর অভিনেত্রীর পোশাকের এই গেরুয়া ও সবুজ রঙকে ঘিরেই তৈরি হয়েছে নানান জটিলতা। এমনকি ছবিটি বয়কট করারও দাবি জানিয়েছেন অনেকে।
গেরুয়া ও সবুজ রঙের পোশাক পরায় আপত্তি জানিয়েছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা। এ রাজ্যের বিধানসভার স্পিকারও শাহরুখকে চ্যালেঞ্জ ছুড়েছেন।
সোমবার (২৬ ডিসেম্বর) আবারও হুমকির মুখে পড়তে হয় শাহরুখকে। ভারতের অযোধ্যার সাধু মোহন্ত পরমহংস দাস সোমবার শাহরুখের পিন্ডদানের রীতি মেনে একটি পূজা করেন, যাকে হিন্দিতে বলে তেরভী।
মানুষের মৃত্যুর ১৩ দিন পরেই এই রীতি পালন করা হয়। তার মতে, এটি জিহাদের শেষ, যা সিনেমার মধ্যে দিয়ে শুরু করেছিলেন শাহরুখ খান নিজেই।
সোমবার অযোধ্যায় একটি মাটির পাত্র নিয়ে তিনি পূজায় বসেন। কয়েকটি মন্ত্রচারণের পর সেই পাত্রটি মাটিতে ছুঁড়ে ফেলে ভেঙে দেন তিনি।
তিনি বলেন, তারা আমাদের গেরুয়া রঙয়ের ব্যাপক অসম্মান করেছে। তাই এই ছবিকে বয়কট করা উচিত। অভিনেতা তার নবীর বিরুদ্ধে কোনো ওয়েব ফিল্ম বানায়নি। সে আমাদের সনাতন ধর্মকে খুবই অপমান করেছে। সেই সঙ্গে ধর্মকে অপমান করে অর্থ উপার্জনের উপায় বের করেছে তারা। সনাতন ধর্মকে কোনো ধরনের অবমাননা করা হলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমি শাহরুখকে সামনে পেলে জীবন্ত পুড়িয়ে মারব।