আন্তর্জাতিক বিশ্ব বিদ্যালয় সর্বশেষ

শাবিপ্রবি সমাজকর্ম বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের উদ্যোগে দ্বিতীয়বারের মতো ‘সমাজকর্ম ও টেকসই সমাজ উন্নয়ন’ শীর্ষক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হতে যাচ্ছে বৃহস্পতিবার (৫ জানুয়ারি)। এতে ১৪টি দেশের ২৫০ জন গবেষকের ১৬৬টি নিবন্ধ উপস্থাপিত হবে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান আন্তর্জাতিক সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. আ ক ম মাহবুবুজ্জামান।

তিনি বলেন, দেশের মধ্যে একক বিভাগ হিসেবে শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের উদ্যোগে দ্বিতীয়বারের মতো এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ জানুয়ারি। এতে দেশ বিদেশের বিভিন্ন স্বনামধন্য গবেষকরা তাদের নিবন্ধগুলো উপস্থাপন করবেন। সম্মেলনে সশরীরে দুটি ও অনলাইনে দুটি কী-নোট অধিবেশন অনুষ্ঠিত হবে এবং অনলাইনে চারটি অধিবেশনসহ সর্বমোট ২৮টি প্যারালাল অধিবেশন অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ের আইসিসিআর বঙ্গবন্ধু চেয়ার ও বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।

প্রেস কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন- সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, সম্মেলনের সদস্য সচিব অধ্যাপক মো. মিজানুর রহমান, সদস্য অধ্যাপক ড. শফিকুর রহমান চৌধুরী, অধ্যাপক তাহমিনা ইসলাম, শাবি প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক আবদুল্লা আল মাসুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *