বিনোদন

‘শনিবার বিকেল’ এর ভাগ্য নির্ধারন নিয়ে আপিল বিভাগের সভা বৃহস্পতিবার

মোস্তফা ফারুকী বলেন- ‘আজকের দিনটা আমাদের দেশের শিল্পীদের জন্য একটা মনে রাখার মতো দিন। শনিবার বিকেল মুক্তির দাবিতে ১৩০ জন শিল্পী একটা বিবৃতি দিয়েছেন যেটা হয়তো কালকে পত্রিকায় দেখবেন সবাই।’

সেন্সর বোর্ডের আপিল বিভাগ সিনেমা শনিবার বিকেল নিয়ে বৃহস্পতিবার সভায় বসবেন বলে জানিয়েছেন সিনেমাটির নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ফারুকী বলেন, ‘বিশ্বাস করি, আপিল কমিটি আগামী পরশু যে সভায় বসবে সেখানে তাদের সুবিবেচনার পরিচয় দেবে এবং দ্রুত শনিবার বিকেল দর্শকদের কাছে যেতে পারবে।’

মোস্তফা ফারুকী তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা ও কন্যা ইলহামকে নিয়ে এখন অবস্থান করছেন সিডনিতে। সেখানে থেকেই তিনি আরও জানিয়েছেন, শনিবার বিকেল সিনেমা নিয়ে বিবৃতি দিয়েছেন ১৩০ জন শিল্পী। যা বুধবার পত্রিকায় প্রকাশ হবে।

ফারুকী বলেন, ‘সব সময় তো এরকম হয় না যে আমরা আমাদের জড়তাকে ঠেলে একটা কোনো উদ্যোগ নিতে পারি, এক সঙ্গে। সেই হিসেবে আজকের দিনটা আমাদের দেশের শিল্পীদের জন্য একটা মনে রাখার মতো দিন। শনিবার বিকেল মুক্তির দাবিতে ১৩০ জন শিল্পী একটা বিবৃতি দিয়েছেন যেটা হয়তো কালকে পত্রিকায় দেখবেন সবাই।

‘আপনি যদি নামের লিস্ট দেখেন, তাহলে বুঝবেন কেন এটা আমাদের জন্য, আমাদের পরের জেনারেশনের জন্য একটা বিশেষ মানে বহন করে। এখানে এমন মানুষেরা আছেন যাদেরকে আপনি নিয়মিত বিবৃতিতে খুঁজে পাবেন না। এখানে মূল ধারা-বিকল্প ধারা-নতুন ধারা-পুরাতন ধারা নানা মত-পথের মানুষ আছেন। আমাদের মত ভিন্ন হতে পারে, পথ ভিন্ন হতে পারে, কিন্তু শিল্পীর স্বাধীনতার প্রশ্নে আমরা এক। আমাদের ভবিষ্যতের প্রশ্নে আমরা এক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *