কাতার ফুটবল বিশ্বকাপের চলতি আসর থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হেরে টানা পঞ্চমবারের মতো ইউরোপিয়ান দলের সামনে থমকে দাঁড়াতে হলো সেলেসাওদের। ব্রাজিলের এই হারে সমর্থকরা বেশ কোণঠাসা হয়ে পড়েছেন। বিশেষ করে এন্টি-ব্রাজিল সমর্থকরা তাদের ‘খোঁচা’ দিতে মোটেও ছাড়েননি।
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল আর্জেন্টিনার সমর্থক। আর তাই ব্রাজিল সমর্থকদের ‘খোঁচা’ দিতে বাদ যান নি তিনিও। ফেসবুক স্ট্যাটাসে ডিপজল লিখেছেন, ‘কই গেলো সেভেনআপ দলের ভাতিজারা, লাইগা গেলো তো কেরাবেরা।’
এর আগে ডিপজল তার ভক্ত ভাতিজাদের উদ্দেশ্যে বলেন, ‘আমি একবাক্যে বলবো আর্জেন্টিনাকে পছন্দ করি। খেলা যারা পছন্দ করেন তারা অবশ্যই আর্জেন্টিনাকে ভালোবাসবেন, সমর্থন করবেন। ব্রাজিল করলে কষ্ট পাব আর আর্জেন্টিনা করলে ভালো লাগবে- সকল ভাতিজাদের আর্জেন্টিনার সমর্থন করার আহ্বান জানাচ্ছি।’