স্কলারশিপ

রোডস স্কলারশিপের আওতায় পড়ুন যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বৃত্তি নিয়ে পড়ার সুযোগ আছে উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের। আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।“রোডস স্কলারশিপ“এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশ সহ অন্যান্য সকল দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়  জুলাই-অক্টোবর ২০২৩ (বার্ষিক)।

রোডস স্কলারশিপ একটি প্রাচীনতম এবং মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্কলারশিপ। ১৯০২ সালে সিসিল জন রোডসের উইলের মাধ্যমে এই স্কলারশিপটি প্রতিষ্ঠিত করা হয়। যা বিশ্বের বিভিন্ন প্রতিভাবান তরুণ-তরুণীদের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ করে দেয়।

সুযোগ সুবিধাসমূহ: 
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে।
* আবাসন সুবিধা প্রদান করবে।
* উপবৃত্তি হিসেবে বাৎসরিক ১৮,১৮০ পাউন্ড ( বাংলাদেশী টাকায় প্রায় ২৫ লক্ষ টাকা) প্রদান করবে।
* এয়ার টিকিট এবং ভিসা ফি প্রদান করবে।
* স্বাস্থ্যবীমা প্রদান করবে।

যোগ্যতাসমূহ:
* আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৪ বছর বয়সী হতে হবে।
* স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর পাশ হতে হবে।
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে।
* ইংরেজী ভাষায় দক্ষ হতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র: 
* জীবন বৃত্তান্ত।
* জাতীয় পরিচয়পত্র  এবং পাসপোর্ট এর কপি।
* একাডেমিক সকল সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট ।
* সিভি/রিজিউম।
* ইংরেজিতে দক্ষতা সনদ। ( আইইএলটি )।
* রেফারেন্স লেটার।

আবেদন প্রক্রিয়া: 
অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। স্কলারশিপের ব্যাপারে বিস্তারিত জানতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে 

এছাড়াও বিদেশে উচ্চশিক্ষার ব্যাপারে যেকোন বিষয় ও ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক পরামর্শ নিতে ভিজিট করুন লিডবার্গ এডুকেশন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *