বিশ্ব বিদ্যালয় স্বাস্থ্য ও চিকিৎসা

রাবি শিক্ষার্থীদের মধ্যে বৃদ্ধি পাচ্ছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। প্রতিদিন গড়ে প্রায় ৩০ জন শিক্ষার্থী এ রোগে আক্রান্ত হচ্ছেন।

গত সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে এই তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের উপ-প্রধান কর্মকর্তা ডা. ফকির মো. আবু জাহিদ।

তিনি বলেন, গত এক সপ্তাহ ধরে পায় দুইশ ডায়রিয়া রোগী শনাক্ত হয়েছেন। গতকাল ৩০ জন রোগীর মধ্যে ২৮ জন রোগীই ছিলেন ডাইরিয়া আক্রান্ত। মূলত খাবার থেকেই ডাইরিয়ার প্রকোপ বাড়ছে।

তিনি বলেন, শীত থেকে যখন গরম শুরু হয় তখন জীবাণুগুলো বৃদ্ধি পাওয়া শুরু করে। এরসঙ্গে অপরিষ্কার প্লেট বা হাতের মাধ্যমে জীবানু খাবারের সঙ্গে যখন মিশে যায় তখন এর প্রকোপটা বাড়ে। বর্তমানে ক্যাম্পাসে এটাই দেখা যাচ্ছে।

সূত্র : জাগোনিউজ২৪.কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *