ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণির সংসারজীবনকে ঘিরে সৃষ্টি হয়েছে বেশ কিছু গুঞ্জনের। হঠাৎ করেই স্বামী চিত্রনায়ক শরিফুল রাজ, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও নির্মাতা রায়হান রাফির ওপর চটেছেন তিনি। আর পরীমনির এক ফেসবুক স্ট্যাটাসের পর এ গুঞ্জন যেন নতুন মাত্রা পেল।
বুধবার (৯ নভেম্বর) রাত সোয়া ২টার দিকে পরীমনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনেত্রী বিদ্যা সিনহা মীম, নির্মাতা রায়হান রাফি এবং অভিনেতা শরিফুল রাজকে নিয়ে ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট দিয়েছেন।
নির্মাতা রায়হান রাফিকে উদ্দেশ্য করে তিনি লেখেন, রায়হান রাফি সিনেমার সাথে সাথে দালালিটাও ভালো করেন দেখি।
অভিনেত্রী বিদ্যা সিনহা মীমকে উদ্দেশ্য করে লেখেন, বিদ্যা সিনহা মীম নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিলো।
এই অভিনেত্রী নিজের স্বামী অভিনেতা শরিফুল রাজকে সতর্ক করে লেখেন, শরিফুল রাজ এটা এতদূর গড়াতে দেওয়া উচিত হয়নি তোমার।
ফেসবুক কেন এ পোস্ট তার উত্তর এখনো জানা যায়নি। তবে পরীর পোস্ট ঘিরে নেটিজেনদের ভেতর চলছে আলোচনার ঝড়।
সম্প্রতি রায়হান রাফির পরিচালনায় ‘পরাণ’ ও ‘দামাল’ নামে দুটি সিনেমা মুক্তি পায়। সেখানে জুটি বেঁধে অভিনয় করেছেন রাজ ও মিম। তাদের জুটি ব্যাপক নজর কেড়েছে দর্শকদের।