গত রোববার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা ঘটে, এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন ৩ জন আর আহত হয়েছেন ২ জন। শার্লটসভিলে ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার প্রধান ক্যাম্পাসে বন্দুকহামলার ঘটনা ঘটে।
সন্দেহভাজন হামলাকারীকে এখনো আটক করতে পারেনি পুলিশ। তাকে ধরতে সাড়াশি অভিযান অব্যাহত আছে।
বিশ্ববিদ্যালয়ের সভাপতি জিম রায়ান এবং পুলিশ সোমবার বলেছেন, ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার এক ছাত্রকে গ্রেফতারে হেলিকপ্টার নিয়ে অভিযান চালাচ্ছে পুলিশ। সন্দেহভাজন ছাত্রের নাম ক্রিস্টোফার ডার্নেল জোনস। তিনি বিশ্ববিদ্যালয়টির সাবেক ফুটবল খেলোয়াড়। জোনস সশস্ত্র এবং বিপজ্জনক বলে ধারণা করা হচ্ছে
সোমবার সকালে পুলিশ এক টুইটে বলেছে, এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় ও এর চারপাশে পুরোদমে অনুসন্ধান চালানো হচ্ছে। সেখানে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হবে বলে আশা করা হচ্ছে। আপাতত সবাই নিরাপদ জায়গায় আশ্রয় নেন।