জাপানের বিস্তীর্ণ অংশে ভারী তুষারপাতের ফলে ১৭ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছে আরও ৯০ জনের বেশি। এছাড়াও শত শত বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, শক্তিশালী শীতকালীন ফ্রন্টগুলি গত সপ্তাহ থেকে উত্তরাঞ্চলে ভারী তুষার ফেলেছে, মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়েছে, ডেলিভারি পরিষেবাগুলি বিলম্বিত করেছে এবং শনিবারের মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে।
ব্যাপক তুষারপাতে জাপানের উত্তরের প্রধান দ্বীপে বৈদ্যুতিক পাওয়ার ট্রান্সমিশন টাওয়ার ভেঙে পড়েছে। আর তাই ক্রিসমাসের সকালে প্রায় ২০ হাজার বাড়ি বিদ্যুৎবিহীন ছিল। যদিও জাপানের অর্থনীতি ও শিল্প মন্ত্রণালয়ের বলছে, দিনের পরবর্তী সময়ে বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা সম্ভব হয়।
জাপানের আবহাওয়া সংস্থা জানায়, দেশের কিছু অংশে তুষারপাত গড় পরিমাণের চেয়ে অনেক বেশি স্তরে জমেছে। উত্তর-পূর্ব জাপানের অনেক অংশে মৌসুমের তিনগুণ বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে।