মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবসার জুয়েল।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে শহরে ময়মনসিংহ রোডের সড়ক উন্নয়ন ও গণপূর্ত বিভাগের সামনে দুটি মোটর সাইকেলের সংঘর্ষে এই ঘটনা ঘটে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নবীন হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আবসার জুয়েল শহরের নতুন বাসস্ট্যান্ডে থেকে টিউশনি শেষ করে বিশ্ববিদ্যালয়ে ফিরছিলেন। পথে শহরের গণপূর্ত বিভাগের সামনে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।