প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভরনিং বডির শিক্ষক প্রতিনিধি মাকসুদা মালাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার প্রতিষ্ঠানটির অধ্যক্ষ (রুটিন দায়িত্ব) মিজানুর রহমান সাক্ষরিত এক চিঠিতে মাকসুদা মালাকে সাময়িক বরখাস্তের কথা জানানো হয়।
মাকসুদা আক্তার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বাংলা মাধ্যম প্রভাতির সামাজিক বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক ও গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি সূত্র জানিয়েছে, আইডিয়ালের শিক্ষক প্রতিনিধি মালা তার মেয়ে ইকরাকে মেডিকেলে ভর্তি করিয়েছেন। এছাড়া বিভিন্ন সময় আরো ৯ শিক্ষার্থীকেও একইভাবে ভর্তি করিয়েছেন।
মাকসুদাকে সাময়িক বরখাস্তের চিঠিতে বলা হয়েছে, মাকসুদা আক্তারের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা রয়েছে। পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগের প্রেক্ষিতে ডিজিটাল নিরাপত্তা আইনে মিরপুর মডেল থানায় মামলাটি রয়েছে। চাকরিতে নিয়োগের শর্তাবলী ভঙ্গের কারণে মঙ্গলবার থেকে সাময়িক বরখাস্ত কার্যকরের কথা বলা হয় চিঠিতে।