চাকরি

মিডিয়া অফিসার পদে লোক নেবে ওয়াসা

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ঢাকা ওয়াসা)। প্রতিষ্ঠানটিতে দুই পদে দুইজনকে নেওয়া হবে। তবে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ প্রয়োজনে পদসংখ্যা কম বা বেশি করতে পারে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যেম আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: চিফ মিডিয়া অফিসার পদে আবেদনের জন্য গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্বনামধন্য পত্রিকা বা ইলেকট্রনিক মিডিয়ায় জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে কাজের অভিজ্ঞতা অথবা জাতীয় বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে জনসংযোগ কর্মকর্তা হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের জন্য প্রার্থীর বয়স ৪৫ বছরের বেশি হতে হবে। এ পদে নিয়োগ পেলে বেতন হবে ১ লাখ টাকা। জাতীয় প্রেসক্লাবের সদস্যসহ জ্যেষ্ঠ মিডিয়া ব্যক্তিত্বদের অগ্রাধিকার দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া মিডিয়া অফিসার পদেও একজন নেওয়া হবে। আবেদনের জন্য গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্বনামধন্য পত্রিকা বা ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক হিসেবে কাজের অভিজ্ঞতা অথবা জাতীয় বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে জনসংযোগ কর্মকর্তা হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। মিডিয়া অফিসার পদে আবেদনকারীর বয়স ৩২ বছরের ঊর্ধ্বে হতে হবে। এ পদে সর্বসাকুল্যে মাসিক বেতন ৫০ হাজার টাকা। জাতীয় প্রেসক্লাবের সদস্যসহ ইলেকট্রনিক মিডিয়ায় কাজের অভিজ্ঞতা থাকলে মিডিয়া অফিসার পদে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

কর্মস্থল: ঢাকা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের ঢাকা ওয়াসার ওয়েবসাইটে (http://www.dwasa.org.bd) অনলাইনের মাধ্যেম আবেদন করতে হবে। আবেদনপত্রের নির্ধারিত ছকে জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদের কপি, সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের রঙিন ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অনলাইনে আপলোড করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৯ জানুয়ারি, ২০২৩।

প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষার সময় সব শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি দেখাতে হবে। অনলাইনে আবেদনের সময় পরীক্ষা ফি বাবদ ৫০০ টাকা জমা দিতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *