জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেসকো) স্নাতকোত্তর অথবা পিএইচডি ডিগ্রিধারীদের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে। এক থেকে ছয় মাস মেয়াদে ইন্টার্নশিপের এ সুযোগ দিচ্ছে ইউনেসকো। আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে।
২০ বছর বা তার অধিক বয়সী যেকোনো তরুণ-তরুণী এ ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। সারা বিশ্বের তরুণ-তরুণীরা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। ইন্টার্নশিপ হবে মানবসম্পদের ওপর। ইন্টার্নশিপের সময় প্রতি মাসে আড়াই দিন ছুটি মিলবে।
আবেদনের যোগ্যতা
* আবেদনকারীর বয়স কমপক্ষে ২০ বছর বয়স হতে হবে;
* স্নাতকোত্তর অথবা পিএইচডি বা সমমানের ডিগ্রিধারী হতে হবে;
* ইন্টার্নশিপ শুরুর ১২ মাসের আগে স্নাতকোত্তর অথবা পিএইচডি ডিগ্রিধারী হতে হবে;
* ইংরেজি বা ফরাসি ভাষায় দক্ষ হতে হবে। এ দুই ভাষায় কথা বলা ও লেখায় দক্ষতা থাকতে হবে;
* কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে;
* যেকোনো পরিবেশে দলীয় কাজ করার মানসিকতা থাকতে হবে;
* যোগাযোগ–দক্ষতা ভালো হতে হবে।
মানবসম্পদে যে যে ক্ষেত্রগুলোতে ইন্টার্নশিপ—
* ম্যানেজমেন্ট সাপোর্ট অ্যান্ড কোঅর্ডিনেশন ইউনিট
* স্টাফিং ও রিক্রুটমেন্ট সেকশন
* হিউম্যান রিসোর্স স্টাফ সার্ভিসেস সেকশন
* স্টাফ পেনশন ও ইনস্যুরেন্স ইউনিট
* ক্ল্যাসিফিকেশন, কমপেনসেশন অ্যান্ড পোস্ট ম্যানেজমেন্ট ইউনিট
* এইচআর স্ট্র্যাটেজিক সাপোর্ট
*এইচআর পলিসি কোঅর্ডিনেশন ইউনিট
* পারফরম্যান্স লিডারশিপ ইউনিট
* সেন্টার ফর লার্নিং অ্যান্ড পার্টনারশিপ ডেভেলপমেন্ট
করপোরেট ও স্বতন্ত্র শিক্ষার প্রোগ্রাম, ভাষা শেখার প্রোগ্রাম, ইন্টার্নশিপ প্রোগ্রাম, জুনিয়র প্রফেশনাল প্রোগ্রাম, স্পনসরড ট্রেইনি, জাতিসংঘ ও ইউনেসকো স্বেচ্ছাসেবক।