আন্তর্জাতিক

মালয়েশিয়ায় আকস্মিক বন্যায় নিহত পাঁচ, ঘরছাড়া ৭০ হাজার

মালয়েশিয়ার উত্তরাঞ্চলে হঠাৎই দেখা দিয়েছে মৌসুমী বন্যা। হঠাৎ প্লাবিত হওয়ায় অঞ্চলটিতে অন্তত পাঁচজন নিহত হয়েছে। এছাড়াও ৭০ হাজারের বেশি লোককে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

দেশটির সরকারি বার্তা সংস্থা বার্নামা জানায়, কেলান্তান রাজ্যে ৩১ হাজারেরও বেশি লোক বাড়িঘর ছেড়েছেন এবং সপ্তাহান্তে বন্যা শুরু হওয়ার পরে ৩৯ হাজারেরও বেশি বাসিন্দাকে প্রতিবেশী তেরেঙ্গানুতে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, সবচেয়ে খারাপ পরিস্থিতি পাহাং, জোহোর ও পেরাক প্রদেশে। প্রতিনিয়ত পানি বাড়তে থাকায় এসব অঞ্চলে আটকা পড়েছেন অনেক মানুষ। বন্যার কারণে এরই মধ্যে মঙ্গলবার বেশ কয়েকজন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন অনেকে, যাদের উদ্ধারে দিনরাত চলছে তৎপরতা।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইতিমধ্যে বন্যাকবলিত কিছু এলাকা পরিদর্শন করেছেন। তাঁর সরকার দুর্যোগ ব্যবস্থাপনায় ও উদ্ধার তৎপরতা চালাতে অতিরিক্ত তহবিল দিতে যাচ্ছে। আনোয়ার ইব্রাহিম গত মঙ্গলবার পার্লামেন্টে জানিয়েছেন, প্রাথমিকভাবে তাঁর সরকার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার জন্য ৯ কোটি মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *