দেশের সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে আজ সোমবার (১২ ডিসেম্বর) ভর্তির লটারি হবে। দুপুর ২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শুরু হবে লটারি। এসময় উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। লটারি শেষে অভিভাবক ও শিক্ষার্থীরা স্কুলে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে http://gsa.teletalk.com.bd লিংক থেকে তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লটারির ফল দেখা যাবে।
প্রথমে এই লটারি ১০ ডিসেম্বর হবার কথা থাকলেও তা পরিবর্তন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সরকারি স্কুলে ৫৯ শতাংশ আসন কোটায় বরাদ্দ রাখা হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা ভর্তি সুযোগ পাবেন মাত্র ৪১ শতাংশ আসনে।
এদিকে বেসরকারি স্কুলগুলোর (মহানগরী, জেলা সদর ও উপজেলা পর্যায়) লটারি হবে মঙ্গলবার (১৩ ডিসেম্বর)। এদিনে বিকেল ৩টা থেকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে হবে লটারি