খেলাধুলা সর্বশেষ

বিশ্বকাপে মরক্কোর ইতিহাস গড়ার সামনে বাধা পর্তুগাল

স্পেনকে বিদায় দিয়ে এরই মধ্যে রূপকথার জন্ম দিয়েছে মরক্কো। প্রথম আরব দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। এখন রূপকথা আরও পূর্ণতা পাবে যদি তারা আজ পর্তুগালকে বিদায় দিয়ে নতুন ইতিহাস গড়তে পারে।

এর আগ পর্যন্ত শেষ ষোলো খেলতে পারাই ছিল মরক্কোর জন্য সেরা অর্জন। সেটা হয়েছিল ১৯৮৬ সালে।

অন্যদিকে,১৯৬৬ বিশ্বকাপে প্রথম সেমিফাইনাল খেলেছিল পর্তুগীজরা। তার ৪০ বছর পর সবশেষ ২০০৬ সালে খেলেছিল শেষ চার। সেবার ইংল্যান্ডের কাছে টাইব্রেকারে হেরে থেমেছিল তাদের যাত্রা। আর স্থান নির্ধারণী ম্যাচে জার্মানির কাছে ৩-১ ব্যবধানে হেরে চতুর্থ হয়ে দেশে ফিরেছিল।

তবে পর্তুগাল রয়েছে এবার সেরা ফর্মে, সুইজারল্যান্ডকে ৬-১ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে পা রাখে তারা।

কিন্তুু পর্তুগালকে হালকাভাবে নিতে নারাজ মরক্কো। তাই ম্যাচের আগে পুরো আরব বিশ্বের সমর্থন চেয়েছেন মরক্কোর কোচ ম্যাচের পূর্ব সংবাদ সম্মেলনে মরক্কো কোচ জানিয়েছেন, তিনি খুবই খুশি হবে যদি রোনালদোর নামটা টিম শিটে না থাকে। তিনি আরও বলেছেন, ‘পর্তুগালের জন্য আমাদের অনেক শ্রদ্ধা আছে। ওদের বিশ্বমানের সব স্ট্রাইকার। তবে আমরাও যে চ্যালেঞ্জ জানাবো সেটা হয়তো তারা ভুলে যাবে না। আমাদের পরিকল্পনা আছে। অবশ্যই চাইবো একটা বিস্ময় উপহার দিতে। তার আগে আমাদের নিজেদের খেলায় মনোযোগ দিতে হবে।’

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও মরোক্কো। আল থুমামা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *