করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের যে সাব-ভ্যারিয়েন্টটি চীনে সংক্রমণ ঘটিয়ে চলছে সেটি ভারতে চার জনের দেহে শনাক্ত হয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ওমিক্রনের বিএফ.৭ সাব-ভ্যারিয়েন্ট চীনে দ্রুত সংক্রমণ বাড়াচ্ছে। ভারতের গুজরাট ও ওড়িষায় চার জনের দেহে এই সাব-ভ্যারিয়েন্টটি শনাক্ত হয়েছে।
সম্প্রতি চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মতো দেশগুলোতে করোনার সংক্রমণ বাড়ছে। বিশেষত চীনে ওমিক্রন বিএফ.৭ ভ্যারিয়েন্ট ভয়াবহ রূপ নিয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।
মহামারি বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, মাত্র তিন মাসের মধ্যে চীনের অন্তত ৬০ শতাংশ মানুষ করোনার নতুন ধরনে সংক্রমিত হতে পারেন।