বিনোদন

বেবী বাম্পের ছবি প্রকাশ্যে আনলেন মাহি

হতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। বিয়ের ঠিক এক বছরের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন তিনি। বর্তমানে স্বামীসহ অবকাশ যাপনে কক্সবাজারে অবস্থান করছেন নায়িকা। সেখান থেকেই নিজের বেবি বাম্প স্পষ্ট করলেন মাহি।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মাহির ছবিতে দেখা যাচ্ছে, সমুদ্রের পাড়ে বহুতল এক ভবনের রুমে দাঁড়িয়ে আছেন মাহি ও রাকিব। তাদের দৃষ্টি আটকে আছে সমুদ্রের উত্তাল ঢেউয়ে। অবশ্য এই দম্পতির রোমান্টিক ছবিরও দেখা মেলে। মায়াভরা দৃষ্টিতে একে অপরের দিকে অপলক তাকিয়ে দুজন। বেশ ঢিলেঢালা পোশাক পরলেও সেই ছবিগুলোতে স্পষ্ট মাহির বেবি বাম্প।

গত ১২ সে‌প্টেম্বর মা হতে যাওয়ার ঘোষণা দেন মা‌হি। ফেসবুকে এক স্ট‌্যাটাস মা‌হি বলেন— ‘আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ তিনি আরো যোগ করেন,‘আমি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন-রাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচন্ড আদর যত্নে দিনগুলো কেটে যাচ্ছে।’

উল্লেখ্য,২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব‍্যবসায়ী কামরুজ্জামান সরকারের সঙ্গে বিয়ের পিড়িতে বসেন মাহি; তাদের সংসারে প্রথম সন্তানে আগমন ঘটছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *