চাকরি সর্বশেষ

বিসিএসে আবেদন ও পরীক্ষায় কমছে অপ্রয়োজনীয় সনদের সংখ্যা

বিসিএসে আবেদনসহ প্রিলি, লিখিত এবং ভাইভা পরীক্ষায় অপ্রয়োজনীয় সনদের বোঝা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। এ সিদ্ধান্ত কার্যকর হলে একজন প্রার্থীকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সনদ এবং অপ্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করতে হবে না। এতে একদিকে প্রার্থীদের মানসিক চাপ যেমন কমবে তেমনি প্রার্থীদের সময়ের অপচয়ও কম হবে।

সোমবার (৬ মার্চ) পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন নিজ কার্যালয়ে সাংবাদিকদের আলাপকালে বিষয়টি নিশ্চিত করেন।

পিএসসি চেয়ারম্যান বলেন, প্রার্থীর জাতীয় পরিচয়পত্রে একাধিক তথ্য থাকে। সে কারণে নতুন করে অপ্রয়োজনীয় ও অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ তথ্য তালিকা থেকে বাদ দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। বিষয়টি নিয়ে কাজ শুরু হয়েছে।

তবে নতুন নিয়মে কী কাগজপত্র চাওয়া বা বাদ দেওয়া হবে তা নির্ধারণ করা হয়নি বলে তিনি জানান। তিনি বলেন, এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *