বিনোদন

বিয়ের ১০ বছর পর বাবা হচ্ছেন তেলেগু নায়ক রামচরণ

দক্ষিণী সিনেমার মেগাস্টার রাম চরণ। ২০১২ সালে ১৪ জুন উপাসনার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। বিয়ের পর কেটে গেছে দীর্ঘ ১০ বছর। কিন্তু সন্তান নেননি এই দম্পতি!

সাধারণত সংবাদকর্মীরা সহজে পান না রাম চরণকে। তাই এ নিয়ে তাকে প্রশ্ন করার সুযোগও কম। কিন্তু তার স্ত্রী প্রায়ই এই প্রশ্নের মুখে পড়েন! এ নিয়ে অনেকবার রেগে গেছেন রাম চরণের স্ত্রী। দীর্ঘ প্রতীক্ষার পর বাবা-মা হতে যাচ্ছেন রাম চরণ ও উপাসনা। আর দাদা হচ্ছেন বরেণ্য অভিনেতা চিরঞ্জীবী।সুখবরটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন রাম চরণের বাবা চিরঞ্জীবী।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে এক টুইটে তিনি লেখেন, ‘আপনাদের আনন্দের সঙ্গে জানাচ্ছি, শ্রী হনুমানজির আশীর্বাদে রাম চরণ ও উপাসনা প্রথমবার বাবা-মা হতে যাচ্ছে।’ বাবার সেই পোস্টটি নিজের ওয়ালে শেয়ার করেছেন রাম চরণ।

কলেজ জীবন থেকেই একে অপরকে চিনতেন রামচরণ ও উপাসনা। বন্ধু মহলে তারা ছিলেন বেশ আলোচিত। সবাইকে মাতিয়ে রাখতেন এই দম্পতি। বন্ধুমহলে সবাই ভেবেই নিয়েছিল, প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তারা। কিন্তু তখনও একে অপরকে বন্ধু ভাবতেন এই দম্পতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *