খেলাধুলা

বিমানে ব্রাজিল সমর্থকদের পাল্লায় পড়লেন এগুয়েরো

২০ নভেম্বর স্বাগতিক কাতার বনাম ইকুয়েডরের খেলা দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপ যাত্রা। যার কারণে বিভিন্ন দেশ থেকে দর্শকরা রওনা পৌছুতে শুরু করেছে কাতারে। সাবেক খেলোয়াড়রাও আসছেন কাতারে। সাবেক আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো যাচ্ছেন কাতারে।

কাতার যাওয়ার সময় বিমানে একগুচ্ছ ব্রাজিল সমর্থকদের মাঝে পড়েন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প্রকাশ করেন সেই দৃশ্য

১১ সেকেন্ডের এই ভিডিওতে কপালে হাত দিয়ে বিরক্ত প্রকাশ করতেও দেখা যায় সাবেক এই ফুটবলারকে। স্প্যানিশ ভাষায় ক্যাপশনে লেখেন, ‘পুরো ফ্লাইট এমনই ছিল।’

ভিডিওতে দেখা যায়, আগুয়েরোর আসনের পাশেই ব্রাজিলের সমর্থকরা দাঁড়িয়ে হইচই করছেন। কেউ গান গাইছেন, কেউ ড্রাম বাজাচ্ছেন। আর আগুয়েরোকে এগুলো হজম করতে হচ্ছে। চির প্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিলের সমর্থক বলে কথা।

আগুয়েরোর মতো ব্রাজিলের সমর্থকরাও যাচ্ছেন কাতারে নিজের দেশকে সমর্থন জানাতে। ২১ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন। স্বাস্থ্য জটিলতায় ফুটবল থেকে অবসর নিলেও জাতীয় দলের সতীর্থদের সমর্থন জানাতে কাতারে যাচ্ছেন এগুয়েরো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *