একের পর এক তারকার সমাবেশ ঘটিয়ে চমক সৃষ্টি করছে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পাকিস্তানের একঝাঁক তারকা ক্রিকেটারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে তারা। এবার বিপিএলে কুমিল্লার হয়ে খেলতে আসছেন ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশেষজ্ঞ, মারমুখি ব্যাটার ডেভিড মালান।
শুধু চুক্তি স্বাক্ষর নয়, মালানকে টুর্নামেন্টের শুরু থেকেই পাচ্ছে কুমিল্লা। ৫ জানুয়ারি ঢাকায় এসে পৌঁছাবেন তিনি। এর অর্থ একেবারে প্রথম ম্যাচ থেকেই কুমিল্লার হয়ে মাঠে নামতে পারবেন মালান।
মালানের খেলতে আসার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেজে এক পোস্টের মাধ্যমে জানিয়েছে কুমিল্লা ফ্র্যাঞ্চাইজিটি। সেখানে মালানের একটি ভিডিও পোস্ট করে তারা লিখেছে, ‘ওয়ার্ল্ড ক্লাস ইংলিশ টপ অর্ডার ব্যাটার, টি টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে এক বিধ্বংসী নাম ডেভিড মালান এবার বিপিএল ২০২৩ এ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সি গায়ে মাঠ মাতাবেন। মালানকে ভিক্টোরিয়ান্স পরিবারে স্বাগতম