বিদেশ শিক্ষা

বিনামূল্যে মিডল ইস্ট ইয়ুথ সামিট এ অংশগ্রহণের সুযোগ দিচ্ছে সৌদি সরকার

সম্পূর্ণ বিনামূল্যে মিডল ইস্ট ইয়ুথ সামিট-২০২৩ এ অংশগ্রহণের সুযোগ দিচ্ছে সৌদি আরব সরকার। ১৭-৩৫ বছর বয়সী যেকোন দেশের শিক্ষার্থীরা এই ইয়ুথ সামিটে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন। প্রোগ্রামটি সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত হবে। আবেদনের শেষ সময় ২০ নভেম্বর (আর্লি বার্ড)  এবং ৩০ নভেম্বর ২০২২ ( লেট বার্ড) ৷

মিডল ইস্ট ইয়ুথ সামিটের মূল থিম হলো “ইসলামী ভ্রাতৃত্বের সাথে বিশ্ব সভ্যতা গড়ে তোলা” বা “بناء حضارة العالم بواسطة الأخوّة الإسلاميّة”।  মিডল ইস্ট ইয়ুথ সামিট ২০২৩ সালে ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে ১০০ জন অংশগ্রহণকারী তাদের নিজের দেশকে উপস্থাপন করার সুযোগ পাবেন। আবেদনের ক্ষেত্রে আইইএলটিএস এবং সর্বোচ্চ CGPA এর প্রয়োজন নেই।

সুযোগ-সুবিধাসমূহঃ-
• আবাসন ব্যবস্থা।
• খাবার (ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার) প্রদান করবে।
• সেরা অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান করবে।
• অংশগ্রহণকারীদের সনদ প্রদান করবে।
• আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং নেটওয়ার্কিং সুযোগ রয়েছে।

যোগ্যতাসমূহঃ
• ১৭ থেকে ৩৫ বছর বয়সী হতে হবে।
• মুসলিম হতে হবে।
• যেকোন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
• যেকোন একাডেমিক কোর্স বা ডিগ্রির শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
• কোন ধরনের ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না।

যেভাবে আবেদন করবেন:
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনেই সম্পন্ন হবে।
আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন https://middleeastyouthsummit.com/sign-up?affiliate_code=SCH008

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *