পিএইচডি প্রোগ্রামে ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে অধ্যয়ন করুন যুক্তরাষ্ট্রের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ বিশ্বের যেকোনা দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৪ ডিসেম্বর, ২০২২।
ওয়ারউইক বিশ্ববিদ্যালয়টি ১৯৬৫ সালে যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডে প্রতিষ্ঠা করা হয়। এটি একটি পাবলিক রির্সাচ বিশ্ববিদ্যালয়।গুণগত শিক্ষার মান এবং বিজ্ঞানভিত্তিক গবেষণার জন্য ওয়ারউইক বিশ্ববিদ্যালয় বিশ্বব্যাপী সমাদৃত।
যেসব বিষয়ে অধ্যয়ন করা যাবেঃ
অ্যাডাল্ট এডুকেশন অ্যান্ড লাইফ লং লার্নিং, মোবিলিটি টেকনোলজিস, অ্যাপ্লাইড ল্যাঙ্গুয়েস্টিক, অ্যাপ্লাইড স্ক্রিন স্টাডিজ, ক্যারিবিয়ান স্টাডিজ, বিজনেস ম্যানেজমেন্ট, কেমিস্ট্রি, এনসিয়েন্ট হিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ডিসকোর্স স্টাডিজ, ইকোনমিকস, এডুকেশন, এডুকেশন অ্যান্ড সাইকোলজি, এমপ্লয়মেন্ট রিসার্চ, ইংলিশ অ্যান্ড কমপারেটিভ স্টাডিজ, ফিন্যান্স, ফ্রেঞ্চ স্টাডিজ, জার্মান স্টাডিজ, হিসপেনিক স্টাডিজ, ইতিহাস, আর্ট হিস্ট্রি, ইতালিয়ান, ল, লাইফ সায়েন্স, ম্যাথমেটিকস অব সিস্টেম, দর্শন, সাইকোলজি, সোশ্যাল ওয়ার্ক, জেন্ডার স্টাডিজ।
আবেদনের যোগ্যতাঃ
• স্নাতকোত্তর ডিগ্রীধারী হতে হবে।
• একাডেমিক ফলাফল ভালো হতে হবে।
• ২০২৩ সালের অক্টোবরের শিক্ষাবর্ষে পিএইচডিতে ভর্তি হতে হবে।
• বিশ্ববিদ্যালয়ে বর্তমানে এমফিল বা পিএইচডি ১ম বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
প্রয়োজনীয় নথিঃ
• আবেদনকারীর পাসপোর্ট এবং পরিচয়পত্রের কপি।
• একাডেদিক সনদ এবং ট্রান্সক্রিপট।
• রিসার্চ প্রপোজাল (৫০০ শব্দ) ।
• পারসোনাল স্টেটমেন্ট (৩০০ শব্দ) ।
• স্টেটমেন্ট অব পারপোস (৫০০ শব্দ) ।
• দুটি রেফারেন্স লেটার।
• প্রয়োজনীয় সাপোর্টিং ডকুমেন্টস ।
আবেদনের প্রক্রিয়াঃ
অনলাইনে আবেদন করা যাবে ।
• আবেদনকারীকে কোর্স অ্যাপ্লিকেশন ও সাপোর্টিং ডকুমেন্টস জমা দিতে হবে।(অ্যাপ্লিকেশনের শেষ সময় ১২ ডিসেম্বর এবং সাপোর্টিং ডকুমেন্ট জমাদানের শেষ সমইয় ৫ জানুয়ারি, ২০২৩) ।
• আবেদনকারীকে ই-মেইলে ৭ ডিজিটের অ্যাপ্লিকেন্ট আইডি নম্বর পাঠানো হবে।
• আইটিইএস অ্যাপ্লিকেন্ট আইডি রেজিস্ট্রার করতে হবে।
• প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে।
• ডেডলাইনের আগে স্কলারশিপ অ্যাপ্লিকেশন জমা দিতে হবে।
আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন https://scholarships.warwick.ac.uk/apply/scholarship/b7df8ff7-a244-468c-b040-af0f4a0075c0