ভাবনা আক্তার। তিনি দোলনচাঁপা বাসে একজন নারী বাসচালকের হেল্পার হিসেবে কাজ করেন। কয়েক দিন আগেই দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ হয় খবরটি। তবে এর আগে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন একটি দোকানে। কিন্তু সেখানে বেশি সময় দিতে হতো।
এতে নিজের সংসারে সময় দিতে হিমশিম খেতেন ভাবনা। তাই একপ্রকার বাধ্য হয়েই বাসের হেল্পারের কাজ নেন তিনি। কারণ, কাজটা কষ্টকর হলেও অনেক সম্মানজনক বলে মনে করেন তিনি।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা আলোক হাসান বলেন, ‘সচরাচর বাসে নারীদের সহকারী হিসেবে দেখা যায় না। যখন পত্রিকার পাতায় ভাবনা নামের ওই নারীর খবর পড়লাম তখন আমার হৃদয়কে সেটা নাড়া দিয়ে যায়। আমার গল্প ভাবনায় এর চিত্রনাট্য লিখেছেন শফিকুর রহমান শান্তনু্’
নাটকের শুটিং হয়েছে রাজধানীর কড়াইল বস্তিতে, শাপলা চত্বর, কুড়িল ফ্লাইওভার, ও আব্দুল্লাহপুরের কামারপাড়া বাসস্ট্যান্ডে। শুক্রবার (২৩ ডিসেম্বর) নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এতে আরও অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, আমানুল হক হেলাল। এটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইয়ে প্রচার করা হবে বলে জানা যায়।