লম্বা সময়ের বন্ধুত্ব ও প্রেমের অধ্যায় কাটিয়ে পারিবারিক আয়োজনে রনি রিয়াদ রশিদের সঙ্গে আংটি বদল হয় ২০২০ সালের ২১ মার্চ। জানান, একই বছরের ডিসেম্বরে ঘটা করে হচ্ছে বিয়ের আনুষ্ঠানিকতা। এরমধ্যে দুই ডেটলাইন পার করে তৃতীয় ডিসেম্বরে পা রেখেছেন নায়িকা। কিন্তু বিয়ের সানাই আর বাজলো না।
ফারিয়ার জানানো ২০২০ সালের ডিসেম্বর পার হয়েছে সেই কবে। কিন্তু তার বিয়ে এখনও হয়নি। এ কারণে চারদিকে তার বিয়ে নিয়ে বিভিন্ন ধরনের গুঞ্জন চলে। বুধবার সেই গুঞ্জনের জবাব দিলেন নুসরাত ফারিয়া। তিনি আর বিয়ে করছেন- এমনটাই সহাস্যে জানালেন জানালেন ফারয়িা। অনেকটা স্পষ্ট করেই বলেছেন, ‘আমার বিয়ে আর হবে না, করছি না।’এই কথা বলে যেন নুসরাত তার ভক্তদের মন খারাপ করে দিলেন!
বিয়ে প্রসঙ্গে জানতে চাইলে নুসরাত ফারিয়া গণমাধ্যমকে বলেন, ‘এত জানার দরকার কী? ইন্ডাস্ট্রিতে অন্তত একজন নায়িকা সিঙ্গেল থাক না। জোর করে বিয়ে, বাচ্চা—এসব দরকার নাই তো। একটু রিলাক্সে, একটু শান্তিতে থাকি না।’
ফারিয়া মনে করেন তিনি যেসব সিদ্ধান্ত নেন তা ভেবে চিন্তেই নিয়ে থাকেন। তা উল্লেখ করে ফারিয়া বলেন, ‘আমি যা করি, বুঝেশুনেই করি। এ কারণে আমার কোনো বিতর্ক নেই। রনির সঙ্গে আমার সব সময়ই যোগাযোগ আছে; সারা জীবনই বন্ধুর মতো সম্পর্ক থাকবে। এখন যে সিদ্ধান্ত নিয়েছি, এটি দুজনের বোঝাপড়ার পরই নিয়েছি।’