বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ ভিডিও নির্মাতাদের তালিকা প্রকাশ করেছে ভিডিও শেয়ারিংয়ের সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত কন্টেন্টের আলোকে এ তালিকা প্রকাশ করা হয়েছে। টিকটক ভিডিও নির্মাতাদের বাংলাদেশের তালিকায় শীর্ষে রয়েছেন সামিরা খান।
এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন,বিষয়টা আমার এক ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারি। ও নিজেও এই তালিকায় আছে। তো আমাকে একটা স্ক্রিনশট পাঠানোর পর আমি দেখি, ওর নাম তিন নাম্বারে। কিন্তু তখনও আমি আমার ব্যাপারটা জানতাম না। পরে দেখি এক নাম্বারে লেখা ‘সামিরা’ নামটি। বুঝতে পারছিলাম না সেটা আমি কিনা। পরে চেক করে দেখি এটা তো আমি!”
সামিরা বলেন, প্ল্যাটফর্মে যখন ভালো কিছু করে স্বীকৃতি পাওয়া যায়, সেটার আনন্দ একটু বেশিই। তবে সমালোচনার জন্য প্ল্যাটফর্ম নয়, ক্রিয়েটররা দায়ী। টিকটকে ভালো-খারাপ দুই রকমের কনটেন্ট আছে। আগে বেশিরভাগ সস্তা-মানহীন হতো। তবে এখন অনেকে ভালো কাজ করছেন।
উল্লেখ্য, সামিরা খান মাহির টিকটক অ্যাকাউন্টে ৪৫ লাখের বেশি অনুসারী রয়েছে। অন্যদিকে তিনি ফলো করেন ৫৭৩ জনকে। অভিনেত্রীর ভিডিওগুলো এ পর্যন্ত ১৩২ দশমিক ৮ মিলিয়ন লাইক পেয়েছে।