বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও পরিচালক, Institutional Quality Assurance Cell (IQAC), ড. মো. কামরুল আলম খান।
সোমবার (১২ ডিসেম্বর) উপসচিব মোছাঃ রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০১৭ অনুযায়ী তাকে এ নিয়োগ দেয়া হয়েছে। তিনি যোগদানের পর থেকে পরবর্তী চারা বছর এ পদে দায়িত্ব পালন করবেন।