গণহারে পদত্যাগ করছে টুইটার কর্মীরা, তাই বাধ্য হয়ে অফিস বন্ধ করতে হচ্ছে টুইটার কতৃপক্ষকে।
চার হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কিনে নেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।
তারপর নিজেই হন প্রধান নির্বাহী কর্মকর্তা। দায়িত্ব নেওয়ার পর কোম্পানির শীর্ষ নির্বাহীদের বরখাস্ত করার পাশাপাশি অর্ধেক কর্মীকে ইতোমধ্যে তিনি ছাঁটাই করেছেন। পদশাপাশি কর্মীদের উপর দিয়েছেন বিভিন্ন শর্ত, সম্প্রতি তার দেওয়া শর্ত হলো
দীর্ঘ সময় কাজ করতে হবে, নয়ত চাকরি ছাড়তে হবে। এ শর্ত মেনে নেওয়ার সময় বেধে দিয়ে একটি কাগজেও স্বাক্ষর করতে বলেন তিনি। তবে তার এ শর্ত বেশিরভাগ কর্মী প্রত্যাখ্যান করেন এবং গণহারে পদত্যাগ শুরু করেন। চাকরি ছাড়ার তালিকায় আছেন অসংখ্য ইঞ্জিনিয়ার। যারা টুইটারের বাগ ঠিক করা এবং সেবা চালু রাখার কাজটি করে থাকেন।
আর এতেই বিপাকে পড়ে বন্ধ করতে হয় টুইটারের অফিস। কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, ‘আগামী ২১ নভেম্বর পুনরায় অফিস খুলে দেওয়া হবে। এর আগ পর্যন্ত সবার অফিস ব্যাজ অকার্যকর থাকবে। অর্থাৎ, তারা অফিসে বা টুইটারের ইন্টারনাল নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশের সুযোগ পাবেন না।’
আরও বলা হয়, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম বা অন্য কোথাও কোম্পানির তথ্য নিয়ে আলোচনা করা থেকে বিরত থাকুন এবং কোম্পানির নীতি মেনে চলুন’।