বিদেশ শিক্ষা বিশ্ব বিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয় সর্বশেষ স্কলারশিপ

বছরের শেষ এডুকেশন ফেয়ার- আয়োজনে “লিডবার্গ এডুকেশন”

লিডবার্গ আয়োজনে সারাদিন ব্যাপি একটি এডুকেশন ফেয়ার ২০২২ আয়োজন সম্পন্ন হলো। গত ১১ই নভেম্বর রাজধানী ঢাকায় অবস্থিত টকিয় স্কয়ারে বাংলাদেশের অন্যতম সেরা এডুকেশন কনসাল্টেন্সী ফার্ম লিডবার্গ এডুকেশন একটি এডুকেশন ফেয়ারের আয়োজন করেছিলো যেখানে ঢাকা এবং ঢাকার বাইরের প্রচুর শিক্ষার্থী , অভিভাবক এবং ভিজিটরদের সমাগম ছিলো। লিডবার্গ এডুকেশন এর সকল কনসাল্টেন্ট এবং কর্মকর্তাগন এই ফেয়ারে সরাসরি উপস্থিত থেকে বিদেশে পড়তে যাওয়ার সকল তথ্য ও পড়ামর্শ প্রদান করেন। ফেয়ারে উপস্থিত সকল ভিজিটরদের জন্য ছিলো লিডবার্গের পক্ষ থেকে কুপন যার মাধ্যমে ভিজিটরগন এই প্রতিষ্ঠানের সার্ভিজ চার্জ ফ্রি এবং রেফেল ড্র এর মাধ্যমে আকর্ষনীয় বেশ কিছু পুরষ্কার জেতার সুযোগ নিয়েছেন।

লিডবার্গের প্রধান নির্বাহী কর্মকর্তা আমাদেরকে জানান- “বাংলাদেশে প্রতিটা শিক্ষার্থীদের কাছে বিদেশের তথ্য আমরা পৌছে দিতে চাই। অনেকেই জানেন না কিভাবে স্কলার্শীপ এর জন্য আবেদন করতে হয় কিংবা কিভাবে দেশের বাইরে যেতে হয় এ ব্যাপার গুলো শিক্ষার্থীরা না জানার কারনে জীবন থেকে অনেক সুযোগ চলে যায়, তাই আমরা সময় এবং সুযোগ এর সঠিক ব্যাবহার করার জন্যই এই ফেয়ারের আয়োজন করে থাকি”। লিডবার্গ এডুকেশন এর কার্যক্রম সারা বাংলাদেশে ছড়িয়ে দেবার জন্য এই এডুকেশন ফেয়ার চলমান থাকবে বলে জানান এই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মিঃ মোঃ তৌফিক রায়হান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *