খেলাধুলা

বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগীতার ফাইনালে উঠলো বাংলাদেশে

বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনূর্ধ্ব-২৩ আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। রোববার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত চ্যাম্পিনশিপের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ৩-০ সেটে হারিয়েছে নেপালকে।

বাংলাদেশ প্রথম সেটে ২৫-১৫ পয়েন্টে, দ্বিতীয় সেটে ২৫-২২ পয়েন্টে এবং তৃতীয় সেটে ২৫-১৩ পয়েন্টে নেপালকে হারিয়ে সহজ জয় তুলে নেয়।

এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দলের ২ নম্বর জার্সিধারী সুজন। তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইউনুস।

ম্যাচসেরা সুজন তার অনুভূতি প্রকাশ করে বলেন, আজকের ম্যাচটি আমাদের জন্য সহজ ছিল। নেপাল কোনোভাবেই আমাদের সঙ্গে সুবিধা করতে পারেনি। সেরা খেলোয়াড় হতে পেরে ভালো লাগছে।

বাংলাদেশ ভলিবল দলের ইরানি কোচ আলিপোর অরোজি বলেন, আমাদের লক্ষ্যই ছিল আমরা চ্যাম্পিয়ন হব। সেভাবে আমরা ফাইনালে উঠেছি। ছেলেরা তাদের সেরা খেলাটা উপহার দিচ্ছে। আমাদের সামনে এখন শুধু কিরগিজস্তান বাধা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *